‘দঙ্গল’ ছবিতে আমির খানের সহ–অভিনেত্রী সুহানি ভাটনাগর মারা গেছেন। কোলাজ
‘দঙ্গল’ সিনেমায় আমির খানের মেয়ে ববিতা ফোগতের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি ভাটনাগর। এই ছবিই ছোট্ট মেয়েটিকে রাতারাতি নিয়ে গিয়েছিল খ্যাতির চূড়ায়। সেই সঙ্গে তাঁর পরিবারকেও এনে দিয়েছিল বাড়তি সম্মান। শুক্রবার মেয়ের মৃত্যুর পর ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতিকাতর ‘দঙ্গল’-কন্যার মা পূজা ভাটনাগর। জানান, মাত্র ১৯ বছরের জীবনে মেয়ে তাঁকে নিয়ে যান সম্মানের শীর্ষ স্থানে। সবাই ‘দঙ্গল’-কন্যার মা হিসেবেই চিনতেন তাঁকে।
অশ্রুসিক্ত চোখে সুহানির মা জানান, ‘আমাদের পরিচয় কী? আমাদের তো সুহানির কারণে মানুষ চিনত। বলত, তারা “দঙ্গল”-কন্যার বাবা-মা। যেখানেই যেতাম, মেয়ের পরিচয়ে পরিচিত হতাম। সবাই নিজের সন্তান নিয়ে গর্বিত। কিন্তু আমাদের সন্তান পৃথিবী ছেড়ে যাওয়ার আগেই আমাদের গর্বিত করে গেছে।’
Post a Comment