Top News

রওশনের পৃথক সম্মেলন করার উদ্যোগের সমালোচনায় মুজিবুল হক



জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকফাইল ছবি

দলের পৃথকভাবে জাতীয় সম্মেলন করার যে উদ্যোগ নিয়েছেন রওশন এরশাদ, সেটিকে গুরুত্ব না দেওয়ার কথা বলেছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। দলটির মহাসচিব মুজিবুল হক বলেছেন, কেউ যদি জাতীয় পার্টির নামে ব্রাকেটবন্দী আরেকটা দল করতে চান, করতে পারেন। জি এম কাদেরের নেতৃত্বে আছে জাতীয় পার্টি, এটির সঙ্গে অন্যদের সম্পর্ক নেই।

আজ রোববার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মুজিবুল হক। এর আগে গুলশানে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন রওশন এরশাদ। রওশন তাঁর পক্ষের নেতা–কর্মীদের নিয়ে আগামী ৯ মার্চ দলের জাতীয় কাউন্সিল বাস্তবায়নের জন্য কমিটি ঘোষণা দেন। রওশনের এই উদ্যোগের সমালোচনা করে মুজিবুল হক বলেন, ‘আমরা কোনো কাউন্সিল ডাকি নাই। বাইরে কে কাউন্সিল ডাকল তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। অন্যরা ১০টা কাউন্সিল করতে পারে, কমিটি হতে পারে, তাতে আমাদের কিছু আসে–যায় না।’ তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি ৪-৫টা আছে। জাতীয় পার্টি (মঞ্জু), জাতীয় পার্টি কাঁঠাল গ্রুপ, জাতীয় পার্টি সাইকেল মার্কা, জাতীয় পার্টি মই মার্কা। আরেকটা গ্রুপ হতেই পারে।’

রওশন এরশাদ কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক, সৈয়দ আবু হোসেন বাবলাকে সহযোগী–আহ্বায়ক এবং সফিকুল ইসলামকে সদস্যসচিব করে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষণা করেন।

এ বিষয়ে মুজিবুল হক সাংবাদিকদের বলেন, কাজী ফিরোজ রশীদকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। আবু হোসেন বাবলা অন্য কোথাও যেতে চাইলে পদত্যাগ করলেই শোভনীয় ছিল। তিনি অন্য ফোরামে বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করেছেন।

মুজিবুল হকের এই বক্তব্যের কিছুক্ষণ পর জাতীয় পার্টির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দ আবু হোসেন বাবলাকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের পদসহ দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।See More.....

Post a Comment

Previous Post Next Post